মুম্বই : প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী কুমকুম । বয়স হয়েছিল 86 বছর । আজ মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ।
বিহারের জ়াইবুন্নিসায় জন্ম কুমকুমের । অভিনয় ক্যারিয়ারে প্রায় 115টি ছবিতে কাজ করেন তিনি । গুরু দত্তের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী । 1954 সালে 'আর পার' ছবির 'কাভি আর কাভি পার' গানে এক নির্মাণ কর্মীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । যদিও সেই চরিত্রর জন্য তাঁর কৃতজ্ঞতাও স্বীকার করা হয়নি । 50 ও 60-এর দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি ।
তাঁর ছবিগুলির মধ্যে 'মিস্টার এক্স ইন বম্বে', 'মাদার ইন্ডিয়া', 'সন অফ ইন্ডিয়া', 'কোহিনুর', 'উজালা', 'নয়া দৌড়', 'শ্রীমান ফান্টুশ', 'এক সাপেরা এক লুটেরা', 'গঙ্গা কি ল্যাহেরে', 'রাজা অউর রউনাক', 'আঁখে', 'লালকার', 'গীত' ও 'এক কুয়ারা এক কুয়ারি' অন্যতম । এছাড়া প্রথম ভোজপুরি ছবি 'গঙ্গা মাইয়া তোহে পিয়ারি ছাদহাইবো'-তেও অভিনয় করেন তিনি ।
এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা । টুইটারে শোকপ্রকাশ করেন নাভেদ জাফরি । লেখেন, "আরও এক তারকাকে আমরা হারালাম । ছোটো থেকেই তাঁকে চিনতাম আমি । একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষও ছিলেন । কুমকুম আন্টির আত্মার শান্তি কামনা করি ।"
শোকপ্রকাশ করেছেন অভিনেতা জনি ওয়াকারের ছেলে নাসির খানও । তিনি লেখেন, "প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী কুমকুম আন্টি । বয়স হয়েছিল 86 বছর । একাধিক সিনেমাতে অভিনয় করেছেন । বাবার বিপরীতেও অভিনয় করেছেন । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই । আরও এক তারকা পতন হল ।"