মুম্বই : মুম্বই : প্রয়াত 'শোলে' খ্যাত অভিনেতা বিজু খোটে । বয়স হয়েছিল ৭৭ বছর । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন । আজ সকালে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । 'শোলে' ছবিতে 'কালিয়া'-র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।
১৯৬৪ সালে 'ইয়ে মালাক' তাঁর ডেবিউ ছবি । তারপর একে একে 'শোলে', 'আন্দাজ় আপনা আপনা', 'কুরবানি', 'কার্জ়', 'নাগিনা', 'চায়না গেট'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ।