মুম্বই, 30 এপ্রিল : এবার করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর ৷ গতকাল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপর গতকালই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ যদিও, চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক সন্তোষ শেট্টি ৷
হাসপাতালের কর্ণধার ও চিকিৎসক সন্তোষ শেট্টি বলেন, "বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুরকে গতকাল রাতে করোনার চিকিৎসার জন্য মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতাল ভর্তি করা হয়েছে । তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে ৷ "বেশ কিছুদিন আগে এই বলিউডি সুপারস্টারকে তাঁর প্রাক্তন স্ত্রী ববিতার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল ৷ সেখানে তাঁর দুই মেয়ে করিনা কাপুর ও করিশ্মা কাপুরও ছিলেন ৷