মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । গত সপ্তাহেই কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । যদিও আজ তাঁর কোরোনা পরীক্ষার তৃতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । তবে এখনও আইসোলেশনে রয়েছে তাঁর পরিবারের সদস্যরা ।
একটি বিবৃতিতে কিরণ বলেন, "আমার পরিবার এখনও হোম আইসোলেশনে রয়েছে । আমার কোনও উপসর্গ ছিল না । একঘেয়েমি যা আইসোলেশনে আমার সঙ্গী ছিল । এছাড়া আর কোনও অভিযোগ ছিল না । আরও কয়েকটা দিন এভাবে কাটাতে চাই । কারণ এতে আণি নিজেকে বোঝার ও জীবনের ছোটো আনন্দগুলোকে জোর দেওয়ার সুযোগ পেয়েছি ।"