পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কিরণ কুমারের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ - kiran kumar tests negative for covid 19

কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । এরপর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । যদিও আজ তাঁর কোরোনা পরীক্ষার তৃতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে ।

sdf
sdf

By

Published : May 27, 2020, 3:41 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার । গত সপ্তাহেই কোরোনা পরীক্ষা করা হয়েছিল । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি । যদিও আজ তাঁর কোরোনা পরীক্ষার তৃতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । তবে এখনও আইসোলেশনে রয়েছে তাঁর পরিবারের সদস্যরা ।

একটি বিবৃতিতে কিরণ বলেন, "আমার পরিবার এখনও হোম আইসোলেশনে রয়েছে । আমার কোনও উপসর্গ ছিল না । একঘেয়েমি যা আইসোলেশনে আমার সঙ্গী ছিল । এছাড়া আর কোনও অভিযোগ ছিল না । আরও কয়েকটা দিন এভাবে কাটাতে চাই । কারণ এতে আণি নিজেকে বোঝার ও জীবনের ছোটো আনন্দগুলোকে জোর দেওয়ার সুযোগ পেয়েছি ।"

কয়েকদিন আগে রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন কিরণ । সেখানেই কোরোনা পরীক্ষা করান । এরপর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

এরপর বাড়িতেই কোয়ারানটিনে ছিলেন তিনি । বাড়ির থার্ড ফ্লোরে একাই থাকতেন এই বর্ষীয়ান অভিনেতা । আর পরিবারের অন্য সদস্যরা থাকতেন সেকেন্ড ফ্লোরে । তবে এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে অনেক সাহায্য করেছেন বলে জানান তিনি । আর তার জন্য সবাইকে ধন্যবাদও জানান ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details