মুম্বই : ঘরবন্দী । কিন্তু কোরোনা নিয়ে নিরন্তর ফ্যানেদের সচেতন করে চলেছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার । সোশাল মিডিয়ায় করেছেন একের পর এক পোস্ট । আর এবার লিখে ফেললেন কবিতাও।
টুইটারে চার লাইনের কবিতা পোস্ট করেছেন তিনি । সঙ্গে ফলোয়ারদের ঘরে থাকতে আবেদন জানিয়েছেন । কোরোনা সংক্রমণ ঠেকাতেই এই আবেদন করেছেন তিনি ।
এই আবেদনের সঙ্গে "বাড়িতে থাকুন, জীবন বাঁচান" এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি ।
এর আগে টুইট করে ফ্যানেদের বার বার সতর্ক করেছেন এই বর্ষীয়ান অভিনেতা । লিখেছিলেন, "আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি নিজেকে এবং অন্যকে বাঁচাতে যতটা সম্ভব ঘরেই থাকুন । কোরোনার সংক্রমণ সমস্ত সীমা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে । স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলুন । নিজেদের এবং অন্যদের বাঁচান । "
কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিলীপ কুমার । আর তারপর থেকে ঘরেই বন্দী রয়েছেন । যদিও সেই সময়টা অন্যকে সচেতন করার কাজে লাগাচ্ছেন তিনি ।
শুধু তিনিই নন, লকডাউনের জেরে সমস্ত শুটিং বন্ধ হয়ে যাওয়ায় বলিউডের অন্য অভিনেতারাও ঘরেই কাটাচ্ছেন । আর তাঁদের মতো অনেকেই দিলীপ কুমারের মতো কোরোনা নিয়ে অন্যদের সচেতন করে চলেছেন । সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক ছবি, ভিডিয়ো ।