মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে 11 জুলাই থেকে হাসপাতালে ভরতি ছিলেন অমিতাভ বচ্চন । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । তারপর আজই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । টুইট করে খবরটি জানান অভিষেক বচ্চন ।
11 জুলাই সন্ধেয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় অমিতাভ ও অভিষেককে । টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিতাভ নিজেই । লেখেন, "আমি কোরোনায় সংক্রমিত হয়েছি । হাসপাতালে ভরতি রয়েছি । পরিবারের বাকিদের ও অন্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি । বিগত 10 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি অনুগ্রহ করে নিজেদের সোয়াবের নমুনা পরীক্ষা করান ।" এর কয়েক ঘণ্টা পর নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানান অভিষেকও ।
তাঁদের দু'জনকেই ভরতি করা হয় হাসপাতালে । এতদিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অমিতাভ । এরপর 12 জুলাই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার । প্রথমে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন মা ও মেয়ে । এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ভরতি করা হয় হাসপাতালে । কয়েকদিন আগেই কোরোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তাঁরা ।