মুম্বই : তৈরি হয়ে গিয়েছে 'ফুকরে 3'-এর স্ক্রিপ্ট । একথা জানান ছবি নির্মাতা মৃগ লাম্বা ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মৃগ । ছবিতে তিনটি মোটা বই দেখতে পাওয়া যাচ্ছে । যার গায়ে লেখা 'ফুকরে' ভলিউম 1, 'ফুকরে' ভলিউম 2 ও 'ফুকরে' ভলিউম 3 ।
আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "#ফুকরে #ভলিউম 3 তৈরি আছে ।"
এই ছবিতে চোচার চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ শর্মা । মৃগের ওই ছবি নিজের টুইটারে শেয়ার করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "আর অপেক্ষা করতে পারছি না । ফুকরে 3 তৈরি হয়ে গিয়েছে ।"
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পুলকিত সম্রাটও । ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেন তিনি । লেখেন, "আমরা প্রস্তুত"।
মূলত চার বন্ধুকে নিয়ে তৈরি এই ছবি । কীভাবে কম সময়, সহজ উপায় তারা টাকা রোজগার করে, আর তা করতে গিয়ে তাদের যে সমস্যায় পড়তে হয় তা নিয়েই তৈরি হয়েছে ছবির গল্প ।