পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কুলি নম্বর ১'-এর সেটে কোমর দুলিয়ে নাচ বরুণের - Coolie No 1 sets

'কুলি নম্বর ১'-এর সেটে কোমর দুলিয়ে নাচলেন বরুণ ধাওয়ান । ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "এটা সহজ নয় । চেষ্টা করে দেখো ভাই ।"

ছবি

By

Published : Nov 6, 2019, 9:05 PM IST

মুম্বই : বলিউডের অন্য অভিনতাদের মধ্যে নাচের দক্ষতা রয়েছে বরুণ ধাওয়ানের । ইতিমধ্যে নাচ নিয়ে ছবিও করেছেন তিনি । এছাড়া, ডিস্কো ডান্স করতেও দেখা গেছে তাঁকে । কিন্তু, এবার নাচের একটি স্টেপ তাঁকে রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে । আর সেই স্টেপ অনুশীলনের সময় একটি ভিডিয়োও করেন তিনি ।

সম্প্রতি 'কুলি নম্বর 1' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ । ছবিটি 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক । এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে ।

ছবির জন্য যথেষ্ট কসরত করছেন বরুণ । নাচের অনুশীলনও করছেন । আর এবার ছবির সেটেই কোমর দুলিয়ে নাচতে দেখা গেল তাঁকে । সেই ভিডিয়ো পোস্ট করেন । দেখা গেছে, কোরিওগ্রাফারকে দেখে স্টেপটি করছেন তিনি । এই স্টেপ তোলার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে । ভিডিয়োটি শেয়ার করে, ক্যাপশনে লেখেন, "এটা সহজ নয় । চেষ্টা করে দেখো ভাই ।"

তবে বরুণকে এভাবে নাচতে দেখে খুব খুশি ইলিয়ানা ডিক্রুজ় ও নার্গিস ফাকরি । ভিডিয়োতে কমেন্টও করেছেন তাঁরা । সব ঠিক থাকলে 2020 সালের 1 মে মুক্তি পাবে ছবিটি ।

ইলিয়ানা ডিক্রুজ় ও নার্গিস ফাকরির কমেন্ট

এছাড়া আরও দুটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ । অরুণ ক্ষেত্রপালের বায়োপিকে দেখা যাবে তাঁকে । এছাড়া শ্রদ্ধা কাপুরের বিপরীতে 'স্ট্রিট ডান্সার' ছবিতেও অভিনয় করবেন ।

ABOUT THE AUTHOR

...view details