পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সেরা ছবিটা দিয়েছ", সারার পোস্টে কমেন্ট বরুণের - sara graduation photo

সারা ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করেন অনেকেই । বাদ যাননি বরুণ ধাওয়ানও । তিনি লেখেন, "এতদিন নিজের সেরা ছবিটা দিলে ।"

sdf
sdf

By

Published : May 20, 2020, 1:52 PM IST

মুম্বই : চার বছর আগে স্নাতক পাশ করেন সারা আলি খান । গতকালই চার বছর পূরণ হয়েছে । আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে স্মৃতিচারণা করেছিলেন তিনি । আর এবার সেই ছবিতে কমেন্ট করলেন বরুণ ধাওয়ান ।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন সারা । বিশেষ দিনটির দু'টো ছবি গতকাল পোস্ট করেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "19 মে 2016..কখনও মনে হয় মুহূর্তটা এক মিনিট আগের, আর কখনও মনে হয় এটা অন্য কোনও জন্মের কথা ।"

এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করেন অনেকেই । বাদ যাননি বরুণ ধাওয়ানও । তিনি লেখেন, "এতদিন নিজের সেরা ছবিটা দিলে ।"

কাজের দিক থেকে বরুণের সঙ্গে 'কুলি নম্বর ১'-এ স্ক্রিন শেয়ার করবেন সারা । এটি আসলে 1995 সালের হিট ছবি 'কুলি নম্বর ১'-এর রিমেক । ওই ছবিতে করিশ্মা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন গোবিন্দা ।

স্নাতক পাশ করার পরই বলিউডে পা রাখেন সারা । 2018 সালে অভিষেক কাপুরের 'কেদারনাথ' ছবির মাধ্যমে ডেবিউ করেন তিনি । প্রথম ছবিতেই বেশ জনপ্রিয়তা পান । তবে ভালো সাড়া ফেলতে পারেনি সারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাভ আজ কাল 2'। ওই ছবির জন্য সমালোচনার মুখে পড়েন তিনি । যদিও ধীরে ধীরে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details