পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনের ভার্চুয়াল আমন্ত্রণ..

কে বলেছে আমি একা ? কে বলেছে আপনি একা ?

varun dhwan invites fan on virtual birthday celebrataion
varun dhwan invites fan on virtual birthday celebrataion

By

Published : Apr 23, 2020, 11:58 PM IST

মুম্বই : 24 এপ্রিল অর্থাৎ আজ জন্মদিন বরুণ ধাওয়ানের । তবে লকডাউনে সব সেলিব্রেশন বন্ধ । কোথাও বেরোনোর উপায় নেই, কারও সঙ্গে দেখা করার উপায় নেই, ফ্যানেদের সঙ্গে কেক কেটে সেলফি তোলার উপায় নেই । তাই বলে কি একলা কাটবে জন্মদিন ? মোটেই নয় ।

ইনস্টাগ্রাম লাইভে আসতে চলেছেন বরুণ ধাওয়ান । হ্যাঁ, সেখানেই ফ্যানেদের জন্য পার্টি থ্রো করবেন তিনি । আড্ডা দেবেন, দেবেন যাবতীয় প্রশ্নের উত্তর ।

ক্যাপশনটা ভারি সুন্দর লিখেছেন বরুণ । "কে বলেছে আমি একা ? কে বলেছে আপনি একা ? সবার সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে লাইভে আসছি । 24 এপ্রিল বিকেল 4টে ।"

বরুই এটাও লিখেছেন যে, কোনও ফ্যানকে নিজের লাইভে যোগও করে নিতে পারেন । এর থেকে লোভনীয় অফার আর কী হতে পারে ফ্য়ানেদের জন্য ?

আগাম প্রশ্ন পাঠিয়ে রাখতে বলেছেন বরুণ । যাতে এতটুকু দেরি না করে, ঝটপট উত্তর দিয়ে দিতে পারেন তিনি...

বরুণের আমন্ত্রণ

জন্মদিনে সেলিব্রেশনের মুডে থাকলেও কোরোনা মোকাবিলায় নিজের দায়িত্ব পালন করেছেন বরুণ ধাওয়ান । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন 30 লক্ষ টাকা ।

ABOUT THE AUTHOR

...view details