মুম্বই : 24 এপ্রিল অর্থাৎ আজ জন্মদিন বরুণ ধাওয়ানের । তবে লকডাউনে সব সেলিব্রেশন বন্ধ । কোথাও বেরোনোর উপায় নেই, কারও সঙ্গে দেখা করার উপায় নেই, ফ্যানেদের সঙ্গে কেক কেটে সেলফি তোলার উপায় নেই । তাই বলে কি একলা কাটবে জন্মদিন ? মোটেই নয় ।
ইনস্টাগ্রাম লাইভে আসতে চলেছেন বরুণ ধাওয়ান । হ্যাঁ, সেখানেই ফ্যানেদের জন্য পার্টি থ্রো করবেন তিনি । আড্ডা দেবেন, দেবেন যাবতীয় প্রশ্নের উত্তর ।
ক্যাপশনটা ভারি সুন্দর লিখেছেন বরুণ । "কে বলেছে আমি একা ? কে বলেছে আপনি একা ? সবার সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে লাইভে আসছি । 24 এপ্রিল বিকেল 4টে ।"