মুম্বই : সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান আর নতাশা দালাল । দীর্ঘ সময়ের প্রেম একটা পরিচিতি পেল, একটা নাম পেল । বরুণ নিজেই তাঁর বিয়ের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ।
কড়া নিরাপত্তায় ঘেরা এই অনুষ্ঠানের কোনও ছবি সামনে আসেনি এতক্ষণ । পাপারাৎজ়িরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন, অতিথিদের ছবি উঠেছে । তবে বিয়ের সাজে দম্পতিকে দেখার জন্য মুখিয়ে ছিল বরুণের কোটি কোটি ফ্যান । অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ।