মুম্বই : 'স্ট্রিট ডান্সার ৩ডি' ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর । কিন্তু, পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন না তিনি । এই ছবির জন্য প্রথমে ক্যাটরিনা কাইফের কথা ভাবা হয়েছিল । আর সেকথা জানার পর মন খারাপ হয়েছিল শ্রদ্ধার । সম্প্রতি একটি সাক্ষাৎকারে গিয়ে একথা জানান বরুণ নিজেই ।
'স্ট্রিট ডান্সার ৩ডি' ছবিতে বরুণ ও শ্রদ্ধা ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করছেন নোরা ফতেহি, প্রভু দেবা । গতকাল মুক্তি পেয়েছে ট্রেলার । যা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে । কিন্তু, পরিচালক প্রভু দেবা চেয়ছিলেন ছবিতে বরুণের বিপরীতে কাজ করবেন ক্যাটরিনা । আর একথা জানানো হয়েছিল শ্রদ্ধাকেও । এই কথা শোনার পর মন খারাপ হয়েছিল তাঁর ।
এ প্রসঙ্গে বরুণ বলেন, "এর আগের ছবিতে আমার বিপরীতে ছিল শ্রদ্ধা । কিন্তু, এই ছবির জন্য তাকে নির্বাচন করা হয়নি জানতে পেড়ে সে ভেঙে পড়ে । আমাকে জিজ্ঞেস করেছিল কেন তাকে এই ছবির প্রস্তাব দেওয়া হল না । আসলে রেমো ও প্রভু দেবা ভেবেছিল এই চরিত্রে শ্রদ্ধাকে ঠিক মানাবে না । ছবির গল্পটা একটু অন্যরকম । তাই তাকে প্রস্তাব দেওয়া হয়নি । তার পরিবর্তে ক্যাটরিনাকে অভিনয়ের জন্য বলা হয় ।"
এদিকে শুটিংয়ের দিন নিয়ে ক্যাটরিনার সঙ্গে সমস্যা হচ্ছিল । সেই কারণেই ছবিটি থেকে বেরিয়ে যান তিনি । এরপর প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধাকে । আর সেটা এক কথায় লুফে নেন তিনি । রেমো বলেন, "শুটিংয়ের দিন নিয়ে সমস্যার জন্য এই ছবিটি না করার সিদ্ধান্ত নেন ক্যাটরিনা । শ্রদ্ধা সে সময় প্রস্তাব দেওয়া হয় । তার জন্য আমাদের স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করতে হয়েছে ।"
সব ঠিক থাকলে 24 জানুয়ারি মুক্তি পাবে 'স্ট্রিট ডান্সার ৩ডি'।