পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'স্ট্রিট ডান্সার'-এর শুটিংয়ে কাঁধে চোট, এখন অনেকটাই সুস্থ বরুণ - Street Dancer Shoot

সম্প্রতি ইনস্টাগ্রামে শরীর চর্চার একটি ভিডিয়ো পোস্ট করেন বরুণ । সেখানে ডাম্বলের উপর দু'হাত রেখে পুশ-আপ করতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "কী খবর...'স্ট্রিট ডান্সার' ছবিটি করার সময়ই কাঁধে চোট লেগেছিল । কিছুতেই ঠিক হচ্ছিল না । কিন্তু, এখন সঠিক যত্ন, বিশ্রাম ও যোগা করার ফলে আবার আমি ভার তুলতে পারছি ।"

adf
dfa

By

Published : Aug 28, 2020, 10:11 AM IST

মুম্বই : বলিউডের ফিট অভিনেতাদের মধ্যে বরুণ ধাওয়ান অন্যতম । শরীর ঠিক রাখত সব সময় চর্চা করেন তিনি । কিন্তু, 'স্ট্রিট ডান্সার' সিনেমাটি করার সময় কাঁধে চোট পান । সঠিক বিশ্রাম হচ্ছিল না বলে ব্যথাটা রয়ে গিয়েছিল । তবে এখন ধীরে ধীরে তাঁর কাঁধের ব্যথা অনেকটাই কম রয়েছে । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের একথা জানান তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে শরীর চর্চার একটি ভিডিয়ো পোস্ট করেন বরুণ । সেখানে ডাম্বলের উপর দু'হাত রেখে পুশ-আপ করতে দেখা গিয়েছে তাঁকে ।

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "কী খবর...'স্ট্রিট ডান্সার' ছবিটি করার সময়ই কাঁধে চোট লেগেছিল । কিছুতেই ঠিক হচ্ছিল না । কিন্তু, এখন সঠিক যত্ন, বিশ্রাম ও যোগা করার ফলে আবার আমি ভার তুলতে পারছি ।"

লকডাউনের মধ্যে শুটিং বন্ধ থাকায় বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটান বরুণ । সেই সময় যোগা করার একাধিক ভিডিয়ো ও ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি । এছাড়া পরিবারের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন ।

পরিচালক শ্রীরাম রাঘবনের পরবর্তী ছবিতে দেখা যাবে বরুণকে । এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতার 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details