মুম্বই : সুজিত সরকার পরিচালিত 'অক্টোবর' ছবিতে বনিতা সন্ধু বেশিরভাগ সময়টা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে অভিনয় করেছেন । তবে শুধু চোখের অভিনয় দিয়ে 'শিউলি' চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি । আর এহেন কো-স্টারকে নিয়ে গর্বিত বরুণ ।
আজ বনিতার জন্মদিন । বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ । বনিতার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "হ্যাপি বার্থডে বনিতা সন্ধু । তোমায় নিয়ে গর্বিত ।"