নাতাশাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও বিয়ের জন্য যে কোনও তাড়াহুড়ো নেই সেটাও জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু, সূত্রের খবর ২০১৯-এই নাকি গাঁটছড়া বাঁধবেন তিনি। তবে, বাড়ির বড়দের ইচ্ছাতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাড়ির চাপে বাধ্য় হয়েই বিয়ে করছেন বরুণ ধাওয়ান - wedding
অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নাতাশা দালালের। একসঙ্গে ছুটি কাটানো হোক বা বা কোনও অনুষ্ঠান বরুণের সঙ্গী প্রেমিকা নাতাশা। আগে এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও করণ জোহর সঞ্চালিত এক চ্য়াট শোয়ে এসে বরুণ জানিয়েছিলেন নাতাশার সঙ্গে তিনি সম্পর্কে আছেন। এবং তাঁকেই বিয়ে করতে চান।
varun and natasha
দালাল ও ধাওয়ান দুই পরিবারেরই ইচ্ছা চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসুক বরুণ ও নাতাশা। সূত্রের খবর অনুযায়ী, বরুণ ও নাতাশা এখনই বিয়ে করতে চায় না। কিন্তু, পরিবারের চাপেই নাকি তাঁদের এখন বিয়ে করতে হচ্ছে। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি করেই হবে এই হাই-প্রোফাইল বিয়ে।