পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা পরীক্ষা করালেন বরুণ - varun next film

আজ ইনস্টাগ্রামে একটি ছবি আর একটি ভিডিয়ো পোস্ট করেছেন বরুণ । ভিডিয়োতে PPE পরে এক স্বাস্থ্যকর্মীকে অভিনেতার সোয়াব নিতে দেখা গিয়েছে । আর ছবিতে সেই স্বাস্থ্যকর্মীর সঙ্গে ক্যামেরায় পোজ় দেন তিনি ।

asd
asd

By

Published : Sep 25, 2020, 7:11 PM IST

মুম্বই : কোরোনা পরিস্থিতির মধ্যেই খুব শীঘ্রই কাজ শুরু করতে চলেছেন বরুণ ধাওয়ান । আর সেই কারণে সম্প্রতি কোরোনা পরীক্ষা করান তিনি ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি আর একটি ভিডিয়ো পোস্ট করেছেন বরুণ । ভিডিয়োতে PPE পরে এক স্বাস্থ্যকর্মীকে অভিনেতার সোয়াব নিতে দেখা গিয়েছে । আর ছবিতে সেই স্বাস্থ্যকর্মীর সঙ্গে ক্যামেরায় পোজ় দেন তিনি ।

এর ক্যাপশনে বরুণ লেখেন, "কাজে ফিরছি । সব বিধিনিষেধ মেনে । দু'ফুট দূরত্ব আর মাস্ক খুবই গুরুত্বপূর্ণ ।" আর এই পোস্টে সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল শুটিং । ওই সময়টা পরিবারের সঙ্গে বাড়িতেই সময় কাটাতে দেখা গিয়েছিল বরণকে । মাঝে মধ্যেই ছবি বা ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের নিজের সম্পর্কে আপডেট দিচ্ছিলেন তিনি ।

তবে এবার বলিউডের অন্য তারকাদের মতো সব বিধিনিষেধ মেনে কাজে ফিরতে চলেছেন বরুণ । আর সেই কারণেই নিয়ম মেনে কোরোনা পরীক্ষা করালেন তিনি । যদিও কোন ছবির শুটিং তিনি করবেন তা অবশ্য প্রকাশ করেননি ।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । এটা আসলে 1995 সালে মুক্তি পাওয়া 'কুলি নম্বর 1'-এর রিমেক ।

ABOUT THE AUTHOR

...view details