পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে জুনিয়র টেকনিশিয়নদের অনুদান বরুণের

ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়ালেন বরুণ ধাওয়ান । ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়কে (FWICE) 5 লাখ টাকা অনুদান দিলেন তিনি ।

sdf
sdf

By

Published : Apr 25, 2020, 8:05 PM IST

মুম্বই : লকডাউনের জেরে শুটিং বন্ধ বলিউডে । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর কাজ না থাকায় সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ালেন বরুণ ধাওয়ান । ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়কে (FWICE) 5 লাখ টাকা অনুদান দিলেন তিনি ।

গতকাল ছিল বরুণের জন্মদিন । আর ওই দিনই জুনিয়র টেকনিশিয়নদের অনুদান দেন তিনি । এই অনুদানের জন্য টুইটারে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে বরুণকে ধন্যবাদ জানিয়েছেন FWICE-র মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত ।

ভিডিয়োতে অশোক পণ্ডিত বলেন, "ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের অনুদান দেওয়ার জন্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়ের তরফে বরুণ ধাওয়ানকে অনেক ধন্যবাদ । জন্মদিনের দিনই জুনিয়র টেকনিশিয়নদের 5 লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি । জুনিয়র টেকনিশিয়নরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ হল । এই কঠিন পরিস্থিতির মধ্যে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য বরুণ অনেক ধন্যবাদ ।"

যদিও সবার আগে এই টেকনিশিয়নদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সলমান খান । সাহায্যের জন্য সলমানের কাছে আবেদন জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় । সঙ্গে সঙ্গে সেই আবেদনে সাড়া দেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন অজয় দেবগন, রোহিত শেট্টি সহ আরও অনেকেই । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন বরুণও ।

ABOUT THE AUTHOR

...view details