মুম্বই : সম্প্রতি এক সংবাদমাধ্য়মে বলা হয় যে বরুণ নাতাশার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন । আর তারপর থেকেই তাঁদের রোকা সেরেমনি নিয়ে শুরু হয় জোর জল্পনা । প্রায় সমস্ত মাধ্যমে এই খবর বেরিয়ে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন বরুণ । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন যে, ওটা কোনও রোকা সেরেমনি নয়, শুধুমাত্র একটা জন্মদিনের পার্টি ছিল ।
জনপ্রিয় সেই মিডিয়ায় প্রকাশিত খবরটির লিঙ্ক শেয়ার করে বরুণ লিখেছেন, "হে গাইজ় (guys), তোমাদের কল্পনা শক্তি সীমা ছাড়ানোর আগে বলে রাখি যে ওটা একটা জন্মদিনের পার্টি ছিল । কোনও ভুল খবর ছড়ানোর আগে এটা সবাইকে জানিয়ে রাখলাম ।"
বরুণ আর নাতাশা অনেক দিন ধরেই সম্পর্কের মধ্য়ে রয়েছেন । তবে তাঁরা বরাবরই নিজেদের ব্য়ক্তিগত ব্যাপারগুলোকে আড়াল করে রাখতে ভালোবাসেন । আলাদা করে কোনও কিছু গোপন না করলেও, উগ্র ভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন না তাঁরা ।
'কফি উইথ করণ'-এর সিজ়ন 6-এ বরুণ প্রথম স্বীকার করেন যে, নাতাশা তাঁর জীবনে একটা বিশেষ জায়গায় রয়েছেন । তিনি বলেছিলেন, "আমি ওঁর সঙ্গে রয়েছি, কারণ ওঁর একটা নিজস্বতা রয়েছে । ওঁর নিজের একটা বক্তব্য রয়েছে যেটা খুবই স্ট্রং ।"
এর আগে বরুণ-নাতাশার বিয়ের তারিখ নিয়ে অনেকবার অনেক খবর প্রকাশ পেয়েছে । তবে কোনও বারই প্রতিক্রিয়া জানাননি তাঁরা । এই প্রথম মুখ খুললেন অভিনেতা ।