পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার বাবাকে নিয়ে ভুলভাল খবর তৈরি করবেন না", ক্ষুব্ধ বরুণ - বরুণ ধাওয়ানের খবর

শোনা গেছিল যে, বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান নাকি 'নমক হালাল'-এর রিমেক তৈরি করছেন । খবরটি যে সম্পূর্ণ মিথ্যে, তা সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন বরুণ ।

Varun Dhawan to father David dhawan
Varun Dhawan to father David dhawan

By

Published : Oct 23, 2020, 8:18 AM IST

মুম্বই : সেলেব্রিটিদের অনেক খবর রটে । তার মধ্যে বেশিরভাগ খবরেই কোনও সত্যতা থাকে না । অনেক সেলেব্রিটি বিষয়টি এড়িয়ে যান । তবে কেউ কেউ এই ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হন । ঠিক বরুণ ধাওয়ানের মতো ।

একটি রিপোর্ট বলে যে, ডেভিড ধাওয়ান নাকি 'নমক হালাল'-এর রিমেক তৈরি করতে চলেছে । 1982 সালে প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, স্মিতা পাটিল, শশী কাপুর ও পরভিন ববি ।

এই রিমেকের খবর মিথ্যে, জানালেন বরুণ । টুইটারে একটি পোস্ট করে তিনি লিখলেন, "বন্ধুরা, আপনারা আমায় নিয়ে যা লেখার লিখুন, তবে আমার বাবাকে নিয়ে ভুলভাল খবর তৈরি করবেন না ।"

আসন্ন ক্রিসমাসে মুক্তি পাচ্ছে বরুণের 'কুলি নম্বর ওয়ান' । সেই প্রসঙ্গে অভিনেতা লিখেছেন, "সবার সঙ্গে ক্রিসমাসে দেখা হবে । আপনাদের হাসাতে আসছি আমি ।"

দেখে নিন বরুণের টুইট...

ABOUT THE AUTHOR

...view details