মুম্বই : সেলেব্রিটিদের অনেক খবর রটে । তার মধ্যে বেশিরভাগ খবরেই কোনও সত্যতা থাকে না । অনেক সেলেব্রিটি বিষয়টি এড়িয়ে যান । তবে কেউ কেউ এই ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হন । ঠিক বরুণ ধাওয়ানের মতো ।
একটি রিপোর্ট বলে যে, ডেভিড ধাওয়ান নাকি 'নমক হালাল'-এর রিমেক তৈরি করতে চলেছে । 1982 সালে প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, স্মিতা পাটিল, শশী কাপুর ও পরভিন ববি ।