পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনার থাবা 'যুগ যুগ জিও'-র সেটে, আক্রান্ত বরুণ ও নীতু

'যুগ যুগ জিও'-র সেটে কোরোনার থাবা । লিড কাস্ট বরুণ ধাওয়ান ও নীতু কাপুর আক্রান্ত । আপাতত বন্ধ ছবির শুটিং ।

Anil Kapoor and Neetu Kapoor corona effected
Anil Kapoor and Neetu Kapoor corona effected

By

Published : Dec 4, 2020, 1:28 PM IST

Updated : Dec 4, 2020, 3:48 PM IST

মুম্বই : চণ্ডীগড়ে 'যুগ যুগ জিও'-র শুটিং চলছিল গত মাস থেকে । তবে আপাতত সেই শুটিং বন্ধ । কারণ ? কারণ কোভিডের থাবা । কোরোনায় আক্রান্ত ছবির লিড কাস্ট বরুণ ধাওয়ান ও নীতু কাপুর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর । শুধু এই দু'জনই নন, আক্রান্ত ছবির পরিচালক রাজ মেহতাও ।

'যুগ যুগ জিও'-তে বরুণের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদবানী । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ইউটিউব সেনসেশন প্রজাক্তা কোলি । এখনও পর্যন্ত এই তিন তারকা কোরোনায় আক্রান্ত হননি বলেই জানা গিয়েছে ।

শোনা যাচ্ছে অভিনেতা ও পরিচালক পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ থাকবে । তবে এখনও টিমের তরফে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ।

Last Updated : Dec 4, 2020, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details