পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন লুকে করণ ! - karan johar in coversation on grey hair

কিছুদিন আগে বরুণ ধাওয়ানের সঙ্গে একটি ভিডিয়ো চ্যাট করেছিলেন করণ । সেখানে তাঁর মাথায় ভরতি পাকাচুল দেখতে পাওয়া গিয়েছিল । আর এটাই নাকি আসল লুক ।

dfg
fgh

By

Published : Apr 27, 2020, 10:47 AM IST

মুম্বই : মাথা ভরতি পাকা চুল । এক ঝলকে তাঁকে দেখলে চেনাই যাবে না । দর্শকরা তাঁকে এতদিন যে রূপে চেনেন তার থেকে এই লুক একেবারেই আলাদা । তবে এটা তাঁর কোনও সিনেমার নতুন লুক নয় । এটাই নাকি তাঁর আসল রূপ । যা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন করণ জোহর ।

করণের আসল লুক

কিছুদিন আগে বরুণ ধাওয়ানের সঙ্গে একটি ভিডিয়ো চ্যাট করেন করণ । সেখানেই তাঁর এই লুক সামনে আসে । তা দেখে প্রথমে কিছুটা হলেও চমকে গিয়েছিলেন বরুণ । তারপর অবশ্য চ্য়াটের বেশিরভাগ অংশই পাকা চুল নিয়ে আলোচনা করতে দেখা যায় তাঁদের ।

এদিকে করণের এই লুক দেখে তাঁর সন্তানরা ভাবতে শুরু করেছে যে বাবা হঠাৎ করেই বুড়ো হয়ে গিয়েছেন । তবে যাই হোক না কেন এখন থেকে এরকমই থাকবেন বলে ঠিক করেছেন করণ । আর সেই কথা ভিডিয়ো চ্যাটে জানান তিনি । তবে করণের এই লুক দেখে প্রথমে অবাক হয়ে গেলেও পরে প্রশংসা করেন বরুণ ।

কিন্তু, হঠাৎ করে কেন নিজের এই লুক প্রকাশ্যে আনলেন করণ ? এর উত্তরে ভিডিয়োতে তিনি বলেন, "আসলে এখন আমি বাড়িতে রয়েছি । কোনও কাজ নেই । কোথাও যাচ্ছি না । মা ও সন্তানদের সঙ্গেই সময় কাটাচ্ছি । বেশ আনন্দেই রয়েছি । তাই এই সময় চুলে কালার করে আমি কাকে দেখাব । এছাড়া সারাক্ষণ চুলে কেমিক্যাল লাগানো একেবারেই ঠিক নয় । তাই এইসময়টা আমার চুলেরও ছুটি চলছে । আর আমার যে বয়স হয়েছে সেটা মানতে কোনও সমস্যা নেই ।"

এদিকে এই লুক নিয়ে করণকে মাঝে মধ্যেই 'বুড়ো' বলে বাড়িতে টিজ় করে যশ ও রুহি । তবে শুধু লুক নিয়েই নয়, করণের পোশাক, তাঁর স্টাইল স্টেটমেন্ট, তাঁর সিনেমা, নাচ, অভিনয় । কিছুই পছন্দ নয় সন্তানদের । যশ ও রুহির ভাল না লাগলেও করণের এই লুকের প্রশংসা করেছেন বরুণ সহ একাধিক নেটিজ়েন ।

ABOUT THE AUTHOR

...view details