পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে পরিবারকে মিস করছেন বাণী কাপুর - Vaani birthday

আজ 32 বছরে পা দিয়েছেন অভিনেত্রী । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে আজকের এই বিশেষ দিনেও পরিবারের সঙ্গে থাকতে পারছেন না তিনি । এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমার বাবা-মা ও বোনকে ছাড়া জন্মদিন অসম্পূর্ণ । তারা সবাই আমার শক্তি । জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গী । তাই এই বছর জন্মদিনে তাদের সবাইকে খুব মিস করছি । তারা বাড়িতে সুরক্ষিত রয়েছে এটা ভেবেই খুশি আমি । আশাকরি পরবর্তী বছরটা অন্য রকম হবে । অনেক দিন হয়ে গিয়েছে যে আমরা একসঙ্গে কাটাইনি ।"

asd
asd

By

Published : Aug 23, 2020, 3:56 PM IST

মুম্বই : জন্মদিনে পরিবারের সদস্যরা যদি পাশে না থাকেন তাহলে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে । আর পরিবার পাশে থাকলে সম্পূর্ণ হয় জন্মদিন । সাধারণ মানুষের পাশাপাশি একথা মনে করেন বাণী কাপুরও ।

আজ 32 বছরে পা দিয়েছেন অভিনেত্রী । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে আজকের এই বিশেষ দিনেও পরিবারের সঙ্গে থাকতে পারছেন না তিনি । এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমার বাবা-মা ও বোনকে ছাড়া জন্মদিন অসম্পূর্ণ । তারা সবাই আমার শক্তি । জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গী । তাই এই বছর জন্মদিনে তাদের সবাইকে খুব মিস করছি । তারা বাড়িতে সুরক্ষিত রয়েছে এটা ভেবেই খুশি আমি । আশাকরি পরবর্তী বছরটা অন্য রকম হবে । অনেক দিন হয়ে গিয়েছে যে আমরা একসঙ্গে কাটাইনি ।"

তবে পরিবারের সঙ্গে জন্মদিন কাটাতে না পারলেও ভিডিয়ো কলের মাধ্যমে সবার সঙ্গে কথা বলেন বাণী । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ধরনের একটা বছরে ছোটো ছোটো বিষয়ের মাধ্যমেই নিজেদের খুশি রাখতে হবে । এই ধরনের একটা পরিবারকে পাশে পেয়ে খুবই খুশি । আমার বন্ধুরাও আজ ভিডিয়ো কল করবে বলে পরিকল্পনা করেছে । যাতে আমরা একসঙ্গে কেক কাটতে পারি । এই কঠিন পরিস্থিতির মধ্যে এটাই একটা আনন্দ ।" তবে কোরোনা পরিস্থিতির মধ্যে খুব স্বাধারণভাবেই জন্মদিন পালন করছেন বাণী ।

এই মুহূর্তে 'বেল বটম' সহ আরও একটি ছবি রয়েছে বাণীর হাতে । 'বেল বটম'-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়া অভিষেক কাপুর পরিচালিত অন্য একটি ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

তবে ইতিমধ্যেই স্কটল্যান্ডে শুরু হয়েছে 'বেল বটম'-এর শুটিং । সেপ্টেম্বর ও অক্টবর নাগাদ শুটিংয়ে যোগ দেবেন বাণী । তাই সবার সুরক্ষার জন্য জন্মদিনটা বন্ধুদের সঙ্গে দেখা না করে বাড়িতেই কাটানোই সঠিক বলে মনে করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details