মুম্বই : কোরোনা বা লকডাউন আমাদের লাইফস্টাইলকে অনেক বদলে দিয়েছে । আমরা অভ্যস্ত হয়ে গেছি মাস্ক পরে, স্যানিটাইজ়ার ব্যবহার করে রাস্তাঘাটে চলতে । আমরা অভ্যস্ত হয়ে গেছি দিনের পর দিন বাড়িতে থাকতে । বাণী কাপুরও নিশ্চয়ই কিছু উপলব্ধি করেছেন এই সময়টাতে ।
IANS-কে অভিনেত্রী জানালেন, "ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা । এটা ছাড়াও আরও কয়েকটি উপলব্ধি হয়েছে আমার । কীভাবে নিজের জীবন আর ভালোবাসার মানুষদের অ্যাপ্রিশিয়েট করতে হয়, সেটাও বেশ বুঝতে পেরেছি ।"