মুম্বই : পরবর্তী ছবির শুটিংয়ের জন্য চণ্ডীগড় যাচ্ছেন বাণী কাপুর । সেই ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । ছবিটি পরিচালনা করবেন অভিষেক কাপুর ।
সম্প্রতি 'বেল বটম' ছবির শুটিং করছিলেন বাণী । সেখানে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে । আর সেই ছবির জন্য UK পাড়ি দিয়েছিলেন তাঁরা । মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে 'বেল বটম'-এর শুটিং । এর মধ্যেই দ্বিতীয় ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি ।
এর আগে 'রক অন!!', 'কাই পো চে' ও 'কেদারনাথ'-এর মতো ছবির পরিচলনা করেছিলেন অভিষেক । আর তাঁর মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি বাণী । আপকামিং ছবি সম্পর্কে তিনি বলেন, "মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সিনেমা । অনেকদিন ধরেই অভিষেক কাপুরের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল আমার । এটা একটা অসাধারণ সুযোগ ।"