পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আয়ুষ্মানের সঙ্গে কাজ নিয়ে "রোমাঞ্চিত", চণ্ডীগড়ে বাণী কাপুর - Vaani shoot with Ayushmann

আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন বাণী কাপুর । আর সেই ছবির শুটিংয়ের জন্য ইতিমধ্যেই চণ্ডীগড় পাড়ি দিয়েছেন তিনি ।

sdf
df

By

Published : Oct 11, 2020, 7:26 AM IST

মুম্বই : পরবর্তী ছবির শুটিংয়ের জন্য চণ্ডীগড় যাচ্ছেন বাণী কাপুর । সেই ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । ছবিটি পরিচালনা করবেন অভিষেক কাপুর ।

সম্প্রতি 'বেল বটম' ছবির শুটিং করছিলেন বাণী । সেখানে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে । আর সেই ছবির জন্য UK পাড়ি দিয়েছিলেন তাঁরা । মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে 'বেল বটম'-এর শুটিং । এর মধ্যেই দ্বিতীয় ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি ।

এর আগে 'রক অন!!', 'কাই পো চে' ও 'কেদারনাথ'-এর মতো ছবির পরিচলনা করেছিলেন অভিষেক । আর তাঁর মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি বাণী । আপকামিং ছবি সম্পর্কে তিনি বলেন, "মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সিনেমা । অনেকদিন ধরেই অভিষেক কাপুরের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল আমার । এটা একটা অসাধারণ সুযোগ ।"

এই ছবিতে একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে । এছাড়া এই ছবির মাধ্যমে প্রথমবার আয়ুষ্মানের সঙ্গে কাজ করবেন বাণী । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা আয়ুষ্মান । আমাদের প্রথম ছবি নিয়ে রোমাঞ্চিত । এটা একটা লাভ স্টোরি ।"

ইতিমধ্যেই বাণী চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে । সেখানে আপাতত কোয়ারানটিনে থাকবেন তিনি । তারপরই শুরু করবেন শুটিং ।

সব ঠিক থাকলে 2021 সালে হলে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details