মুম্বই : লকডাউনের মধ্যে মুম্বইতে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । আর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা সোনু সুদ । ইতিমধ্যেই তাঁর এই উদ্য়োগের প্রশংসা করেছেন বিভিন্ন তারকা থেকে শুরু করে নেটিজ়েনরা । আর এবার তাঁকে ধন্যবাদ জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ।
মুম্বইতে আটকে থাকা উত্তরাখণ্ডের পরিযায়ী শ্রমিকদের বিমানে করে রাজ্যে ফেরান সোনু । এই উদ্যোগে খুশি হয়ে ধন্যবাদ জানানোর জন্য তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী । এরপর টুইট করে সেকথা জানান তিনি । লেখেন, "ফোনে অভিনেতা সোনু সুদের সঙ্গে কথা হয়েছে । পরিযায়ী শ্রমিকদের মুম্বই থেকে উত্তরাখণ্ডে ফেরাতে তিনি যে সাহায্য করেছেন তার জন্য অনেক ধন্যবাদ । সোনু সহ তাঁর মতো একাধিক ধার্মিক ও সামাজিক সংগঠনগুলি যেভাবে পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরতে সাহায্য করছে তা যথেষ্ট প্রশংসনীয় কাজ ।"
পাশাপাশি সোনুকে উত্তরাখণ্ডে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । কোরোনা পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পরই সোনুকে ওই রাজ্যে ঘুরতে যেতে বলেন তিনি ।