পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ছপাক'-এর প্রভাবে উত্তরাখণ্ডে অ্যাসিডাক্রান্তদের পেনশন, উচ্ছ্বসিত পরিচালক মেঘনা - উত্তরাখণ্ডে পেনশন

'ছপাক' মুক্তির পর অ্যাসিডাক্রান্তদের জন্য বিশেষ পেনশন চালু করেছে উত্তরাখণ্ড সরকার । সরকারের এই সিদ্ধান্ত উচ্ছ্বসিত পরিচালক মেঘনা গুলজ়ার ।

Meghna Gulzar latest news
Meghna Gulzar latest news

By

Published : Jan 13, 2020, 2:48 PM IST

মুম্বই : অ্যাসিডাক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি হয়েছে 'ছপাক' । এই ছবি মুক্তির পরই উত্তরাখণ্ডে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের জন্য বিশেষ পেনশন ঘোষণা করেছে সরকার । খবরটি শেয়ার করে নিজের আনন্দানুভূতি প্রকাশ করলেন পরিচালক ।

সরকারের এই সিদ্ধান্ত তাঁর এই ছবি তৈরির উদ্দেশ্য সফল করেছে, মনে করছেন মেঘনা । খবরটি শেয়ার করে তাই তিনি লিখেছেন, "পারপাস"..অর্থাৎ উদ্দেশ্য ।

IANS সূত্রে খবর, উত্তরাখণ্ডে এখন 10-11 জন অ্যাসিডাক্রান্ত রয়েছেন । রাজ্য মহিলা ও শিশুকল্যান মন্ত্রী রেখা আর্য, এই বিশেষ পেনশন স্কিম ঘোষণা করে জানান, বেশ কিছুদিন ধরেই এই ধরনের স্কিম চালু করার পরিকল্পনা ছিল সরকারের , যেখানে প্রতি সার্ভাইভারকে প্রতি মাসে 5-6 হাজার টাকা দেবে সরকার ।

আর্য বলেন, "আমরা ক্যাবিনেটের কাছে এই প্রস্তাব আনব, যাতে এই স্কিমকে অ্যাপ্রুভ করা হয় । সাহসী মেয়েগুলো যাতে স্বপ্নপূরণ করতে পারে, সেই কারণেই এই পেনশন ।"

জানুয়ারি 10-এ মুক্তি পেয়েছে 'ছপাক' । এখনও অবধি প্রায় 19 কোটি টাকা উপার্জন করেছে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details