মুম্বই : বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার ফার্ন ওয়ান । জেনিফার লোপেজ, আরিয়ানা গ্রান্ডে, বিওন্সের মতো তারকাদের সাজিয়েছেন তিনি । এবার সাজাবেন উর্বশী রটেলাকে ।
আরব ফ্যাশন উইকে ফার্নের পোশাক পরে হাঁটবেন উর্বশী । উড়ে যাবেন দুবাইতে ।
মুম্বই : বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার ফার্ন ওয়ান । জেনিফার লোপেজ, আরিয়ানা গ্রান্ডে, বিওন্সের মতো তারকাদের সাজিয়েছেন তিনি । এবার সাজাবেন উর্বশী রটেলাকে ।
আরব ফ্যাশন উইকে ফার্নের পোশাক পরে হাঁটবেন উর্বশী । উড়ে যাবেন দুবাইতে ।
IANS-কে উর্বশী বললেন, "আরব ফ্যাশন উইকে এই প্রথম কোনও বলিউড অভিনেত্রী শো-স্টপার হতে চলেছে । এই সুযোগ পেয়ে আমি ধন্য । সারা পৃথিবীর অন্যতম বড় ফ্যাশন শো এটি ।"
শুধু এই শো নয়, ডিজ়াইনারকে নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী । বললেন, "আমায় ফার্ন ওয়ান 'আরবের যোদ্ধা রাজকুমারী' হিসেবে তুলে ধরবে ।" এটাই তাঁর পোশাকের থিম হতে চলেছে, জানালেন উর্বশী ।
এছাড়াও একটা ছোটো ফ্যাশন ফিল্মে অভিনয় করেছেন তিনি, যেখানে জাতি,বর্ণ,লিঙ্গ বৈষম্য নিয়ে একটি মেসেজ দেওয়া হয়েছে ।