পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিজিটালে মুক্তি পাবে 'ভার্জিন ভানুপ্রিয়া' - OTT release

ডিজিটালে মুক্তি পেতে চলেছে 'ভার্জিন ভানুপ্রিয়া'। আজ প্রযোজকের তরফে নিশ্চিত করা হয়েছে বিষয়টি ।

sdf
dsf

By

Published : May 22, 2020, 3:37 PM IST

মুম্বই : 'গুলাবো সিতাবো', 'শকুন্তলা দেবী' ও 'ঘুমকেতু'-র পর এবার 'ভার্জিন ভানুপ্রিয়া'। ডিজিটালে মুক্তি পেতে চলেছে এই ছবিও । আজ প্রযোজকের তরফে নিশ্চিত করা হয়েছে এই খবরটি ।

'ভার্জিন ভানুপ্রিয়া'-র প্রযোজক মহেন্দ্র ধারিওয়াল বলেন, "এই ছবিটি ডিজিটালে রিলিজ় করা নিয়ে আমরা আলোচনা করছি । দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ও ডিজিটাল থেকে আয় কতটা হবে সেই সবদিক বিচার করে আমরা ঠিক করেছি যে ছবি মুক্তির জন্য ডিজিটাল একটা ভালো বিকল্প । তা না হলে কবে সিনেমা হল কবে খুলবে তার জন্য এখন অপেক্ষা করতে হবে । আর সেটা খুব একটা ভালো হবে না বলেও মনে হয় । কারণ সেটা এখন পুরোপুরি অনিশ্চিত ।"

'ভার্জিন ভানুপ্রিয়া'-র মুখ্যচরিত্রে রয়েছেন উর্বশী রাউটেলা । এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌতম গুলাটি, অর্চনা পূরণ সিং, দেলনাজ় ইরানি, রাজীব গুপ্ত, বিজেন্দ্র কালা, নিকি আনেজা ওয়ালিয়া ও রুমানা মোল্লা ।

এই ছবিতে একজন কলেজ ছাত্রীর চরিত্রে দেখা যাবে উর্বশীকে । কীভাবে সে ভার্জিনিটি লুস করবে তা নিয়েই তৈরি ছবিটি । আসলে উর্বশী এমন একজন কলেজ ছাত্রী যে মনে করে এখন ভার্জিনিটি লুস করা কোনও বড় বিষয় নয় । যদিও তার প্রতিটা চেষ্টাই ব্যর্থ হয়ে যায় । তার কাছে এটা একটা বড় কাজ হয়ে দাঁড়ায় । আদৌ সে ভার্জিনিটি লুস করতে পারবে কি না তা নিয়েই তৈরি ছবিটি ।

ছবিটি পরিচালনা করেছেন অজয় লোহান ।

ABOUT THE AUTHOR

...view details