পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"দয়া করে এগুলো বন্ধ করুন", কেন বললেন উর্বশী ? - উর্বশী রটেলা

মিডিয়ার উপর চটলেন উর্বশী রটেলা । কিন্তু কেন ? কারণ, মিডিয়ায় ছেয়ে আছে তাঁকে নিয়ে অসংখ্য ভুয়ো খবর । এই ধরনের প্র্যাক্টিসকে বন্ধ করার আবেদন জানালেন অভিনেত্রী ।

Urvashi rautela relationship
Urvashi rautela relationship

By

Published : Nov 5, 2020, 1:42 PM IST

মুম্বই : লাইমলাইট পাওয়ার জন্য অনেক মশলাদার ভুয়ো খবর প্রকাশ পায় মিডিয়াতে । সে টেলিভিশন হোক বা সোশাল মিডিয়া । বিশেষ করে সেলেব্রিটিদের জীবন নিয়ে যে কত কাটাছেঁড়া হয় তার কোনও ইয়ত্তা নেই । তবে তাঁদেরও পরিবার থাকে, তাঁদেরও অস্বস্তি হয় । বিষয়টি মনে করিয়ে দিলেন উর্বশী রটেলা ।

উর্বশী নিজেও প্রতিদিন এরকম অনেক ভুয়ো খবরের শিকার হন । অভিনেত্রী ললেন, "আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অনুরোধ করব, দয়া করে এগুলো বন্ধ করুন । ইউটিউবে আমার হাস্যকর ভিডিয়ো পোস্ট করা বন্ধ করুন । আমারও পরিবার আছে । তাদের আমায় জবাবদিহি করতে হয় । খুব সমস্যা হয় ।"

কবে বিয়ে করছেন ? এই প্রশ্নে উর্বশী বললেন, "আমায় বন্ধুরা বলে যে, তুমি তো প্রতিষ্ঠিত হয়ে গেছ, তাহলে একজন ধনী বয়ফ্রেন্ডকে বিয়ে করে নাও । আমি ওদের শুধরে দিয়ে বলি, সম্পর্কে থাকলে আমিই ধনী বয়ফ্রেন্ডের রোলটা পালন করব ।"

সঙ্গে হালকা করে এটাও বললেন, "আমার শেষ বয়ফ্রেন্ড আমায় রাজকুমারীর মতো করে ট্রিট করত ।" তবে এখন কার সঙ্গে সম্পর্কে আছেন সেই নিয়ে মুখ খুলতে চাননি অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details