মুম্বই : লাইমলাইট পাওয়ার জন্য অনেক মশলাদার ভুয়ো খবর প্রকাশ পায় মিডিয়াতে । সে টেলিভিশন হোক বা সোশাল মিডিয়া । বিশেষ করে সেলেব্রিটিদের জীবন নিয়ে যে কত কাটাছেঁড়া হয় তার কোনও ইয়ত্তা নেই । তবে তাঁদেরও পরিবার থাকে, তাঁদেরও অস্বস্তি হয় । বিষয়টি মনে করিয়ে দিলেন উর্বশী রটেলা ।
উর্বশী নিজেও প্রতিদিন এরকম অনেক ভুয়ো খবরের শিকার হন । অভিনেত্রী ললেন, "আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অনুরোধ করব, দয়া করে এগুলো বন্ধ করুন । ইউটিউবে আমার হাস্যকর ভিডিয়ো পোস্ট করা বন্ধ করুন । আমারও পরিবার আছে । তাদের আমায় জবাবদিহি করতে হয় । খুব সমস্যা হয় ।"