মুম্বই : লেডি ডায়নার চরিত্রে অভিনয় করা অনেকেরই স্বপ্ন । যেমন তাঁর সৌন্দর্য, তেমনই তাঁর ব্যক্তিত্ব । সাধারণ মানুষের কাছে লেডি ডায়না আজও সেরা রাজকুমারী । অভিনেত্রী উর্বশী রটেলাও ক্যারিয়ারে একবার ডায়নার চরিত্রে অভিনয় করতে চান ।
উর্বশীর সাম্প্রতিক মিউজ়িক ভিডিয়ো 'তেরি লোড ভে'-তে তাঁর লুকটা কিছুটা ডায়নার দ্বারা অনুপ্রাণিত । এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, "হ্যাঁ এটা ঠিকই । আমায় কিছুটা লেডি ডায়নার মতো সাজানো হয়েছে । ভবিষ্যতে আমি কোনও ডিজ়নি প্রিন্সেস বা লেডি ডায়নার বায়োপিকে অভিনয় করতে চাই ।"