পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ উর্মিলার - undefined

সম্প্রতি একটি টুইট করেন উর্মিলা । লেখেন, "দেশের আসল নাগরিক ও নিরপেক্ষ সংবাদমাধ্যমকে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ । ভুয়ো আইটি ট্রোলড ও প্রচারের বিরুদ্ধে এটা আপনাদের জয় । এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ।"

asd
asd

By

Published : Sep 18, 2020, 4:18 PM IST

Updated : Sep 18, 2020, 4:26 PM IST

মুম্বই : কয়েকদিন আগে উর্মিলা মাতন্ডকরকে 'সফট পর্নস্টার' বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত । এই মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়েন তিনি । আর এই পরিস্থিতিতে উর্মিলার পাশে দাঁড়ান নেটিজ়েন সহ ইন্ডাস্ট্রির একাধিক তারকা । কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানালেন উর্মিলা ।

আজ একটি টুইট করেন উর্মিলা । লেখেন, "দেশের আসল নাগরিক ও নিরপেক্ষ সংবাদমাধ্যমকে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ । ভুয়ো আইটি ট্রোলড ও প্রচারের বিরুদ্ধে এটা আপনাদের জয় । এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ।"

উর্মিলার টুইটের প্রেক্ষিতে টুইট করেন একাধিক নেটিজ়েন । একজন লেখেন, "আপনার ছবি দেখে বড় হয়েছি । এখনও 'রঙ্গিলা' আমার স্মৃতিতে উজ্জ্বল । ভুয়ো মিডিয়া থেকে আসা সব ধরনের অশ্লীলতা এড়িয়ে চলুন । আপনার পরবর্তী ছবির জন্য অনেক শুভেচ্ছা । আর 90-এর দশকে আমাদের বিনোদন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।"

আরও এক নেটিজ়েন লেখেন, "আমরা আপনার জন্য গর্ববোধ করি...দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার মতো মানুষের খুবই প্রয়োজন ।"

Last Updated : Sep 18, 2020, 4:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details