মুম্বই : কয়েকদিন আগে উর্মিলা মাতন্ডকরকে 'সফট পর্নস্টার' বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত । এই মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়েন তিনি । আর এই পরিস্থিতিতে উর্মিলার পাশে দাঁড়ান নেটিজ়েন সহ ইন্ডাস্ট্রির একাধিক তারকা । কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানালেন উর্মিলা ।
আজ একটি টুইট করেন উর্মিলা । লেখেন, "দেশের আসল নাগরিক ও নিরপেক্ষ সংবাদমাধ্যমকে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ । ভুয়ো আইটি ট্রোলড ও প্রচারের বিরুদ্ধে এটা আপনাদের জয় । এটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ।"