মুম্বই : 'রঙ্গীলা' ছবিটি সেই সময়ের দর্শকের মধ্য়ে এক প্রবল উত্তেজনার সৃষ্টি করে । শুধু সেই সময় নয়, ছবিটি এই সময়ে দাঁড়িয়েও খুব প্রাসঙ্গিক । সাবলীল অভিনয়, বাস্তবসম্মত সংলাপ..সব মিলিয়ে সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিল 'রঙ্গীলা' । ছবির 25 বছরের জন্মদিনে আবেগপ্রবণ ঊর্মিলা ।
'রঙ্গীলা'-র অন্যতম আকর্ষণ ছিল এ.আর.রহমানের মিউজ়িক । সেই মিউজ়িক আজও খুব জনপ্রিয় । এক কথায় কালজয়ী বলা যেতে পারে 'হায় রামা' বা 'রঙ্গীলা রে' -গানগুলো ।