মুম্বই : ইরফান খানের চলে যাওয়াটা খুব গ্রেসফুলি মেনে নিয়েছে তাঁর পরিবার । স্ত্রী সুতপা আর দুই ছেলে বাবিল আর আয়ান কিছুই হারাননি, বরং ইরফানের রেখে যাওয়া স্মৃতিই তাঁদের সম্বল, সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন সুতপা । প্রতিদিন ইরফানের কোনও না কোনও ভিডিয়ো বা ছবি শেয়ার করে তাঁরা বুঝিয়ে দিচ্ছেন, ইরফান সবসময়েই তাঁদের সঙ্গে রয়েছেন ।
সম্প্রতি বাবিল সোশাল মিডিয়ায় ইরফানের কয়েকটি না-দেখা ছবি শেয়ার করেছেন । ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তাঁর করা নাটকের কিছু মুহূর্ত । রোগা ছিপছিপে ইরফানের চোখে মুখে তখনই এক দক্ষ অভিনেতার ছাপ ।