পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"দুর্ভাগ্যবশত আমি শুধুমাত্র একজন রাজা" - শাহরুখ খানের খবর

কেন এমন কথা বললেন শাহরুখ ?

Shah Rukh Khan on his retirement
Shah Rukh Khan on his retirement

By

Published : Apr 20, 2020, 11:57 PM IST

মুম্বই : ফ্যানেদের সঙ্গে সরাসরি কথা বললে তারকাদের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় সহজেই । ভরসা করতে হয় না কোনও সংবাদমাধ্যম বা জল্পনাকে । ঠিক যেমন হল শাহরুখ খানের ক্ষেত্রে । টুইটারে প্রশ্নোত্তর পর্বে মন খুলে জবাব দিলেন শাহরুখ ।

এক ফ্যান প্রশ্ন করেন, "আপনি যদি সুপারস্টার হন, তাহলে কী করে বুঝবেন যে, কোনটা রিটায়ার করার সময় ?"

কথা ভালোই বলেন শাহরুখ । তাঁর রসবোধ আর বুদ্ধির সঙ্গে সহজে কেউ পাল্লা দিতে পারে না । এই প্রশ্নের উত্তরও শাহরুখ দিলেন একটা চমকের সঙ্গে । বললেন, "আমি জানি না, কোনও একজন সুপারস্টারকে জিজ্ঞাসা করতে হবে । দুর্ভাগ্য়বশত আমি শুধুমাত্র একজন রাজা ।"

সৌজন্যে সোশাল মিডিয়া

অন্য় আর এক ফ্যানের প্রশ্ন, "আপনি কবে আপনার পরবর্তী ছবির ঘোষণা করবেন ? রিউমর শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি ।"

উত্তরে ঠান্ডা মাথায় শাহরুখ বললেন, "নিজেকে ক্লান্ত করবেন না । এটা নিশ্চিত যে, আমি কয়েকটা ফিল্ম তৈরি করব । এটা নিশ্চিত যে, সেগুলো তৈরি হবে । আর এটাও নিশ্চিত যে আপনারা সবাই সেটা জানতে পারবেন ।"

সৌজন্যে সোশাল মিডিয়া

2018 সালে 'জ়িরো'-র পর শাহরুখে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি । আর.বাল্কি পরিচালিত সেই ফিল্ম বক্স অফিসে ব্যর্থ হয় । তারপর থেকেই বড় পরদা থেকে বিরতি নিয়েছেন কিং খান ।

ABOUT THE AUTHOR

...view details