মুম্বই : ফ্যানেদের সঙ্গে সরাসরি কথা বললে তারকাদের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় সহজেই । ভরসা করতে হয় না কোনও সংবাদমাধ্যম বা জল্পনাকে । ঠিক যেমন হল শাহরুখ খানের ক্ষেত্রে । টুইটারে প্রশ্নোত্তর পর্বে মন খুলে জবাব দিলেন শাহরুখ ।
এক ফ্যান প্রশ্ন করেন, "আপনি যদি সুপারস্টার হন, তাহলে কী করে বুঝবেন যে, কোনটা রিটায়ার করার সময় ?"
কথা ভালোই বলেন শাহরুখ । তাঁর রসবোধ আর বুদ্ধির সঙ্গে সহজে কেউ পাল্লা দিতে পারে না । এই প্রশ্নের উত্তরও শাহরুখ দিলেন একটা চমকের সঙ্গে । বললেন, "আমি জানি না, কোনও একজন সুপারস্টারকে জিজ্ঞাসা করতে হবে । দুর্ভাগ্য়বশত আমি শুধুমাত্র একজন রাজা ।"