মুম্বই : পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে মুম্বইয়ের তুলনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত । কিন্তু, তারপরও কঙ্গনাকে BJP সরকার নিরাপত্তা দিচ্ছে । সমর্থন করছে । এটাকে 'দুর্ভাগ্যজনক' বলে মনে করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলেছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।
এরপর দলের মুখপত্র সামনায় সঞ্জয় রাউত লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এই ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণও করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন । যদিও এই হুমকিগুলিকে বিশেষ গুরুত্ব না দিয়ে 9 সেপ্টেম্বর মুম্বই ফেরেন কঙ্গনা । যদিও তাঁকে কেন্দ্রীয় সরকারের তরফে Y প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল । তবে কঙ্গনার প্রতি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ একেবারেই পছন্দ হয়নি শিবসেনার ।
আর সেই কারণে এবার BJP-র দিকে আক্রমণ শানালেন সঞ্জয় । সামনায় মারাঠিদের উদ্দেশে সঞ্জয় লেখেন, "এটা এমন একটা কঠিন সময় যখন মহারাষ্ট্রের সব মারাঠিদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ।"