মুম্বই : একই বিষয় নিয়ে হিন্দি-বাংলা মিলিয়ে তিনটি ছবি তৈরি হচ্ছে। আয়ুষ্মান খুরানার 'বালা', সানি সিং অভিনীত 'উজড়া চমন' ও বাংলা ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'টেকো'। ছবি তিনটে মুক্তি পাচ্ছে প্রায় একই সময়ে। ফলে স্বাভাবিকভাবেই কে কার দ্বারা অনুপ্রাণিত সেই বিষয়ে একটা গোলমাল চলছেই অনেকদিন থেকে। তার সঙ্গে যুক্ত হল আরও একটি সমস্যা। 'বালা'-র নির্মাতাদের বিরুদ্ধে কনটেন্ট চুরির অভিযোগ নিয়ে কোর্টের দ্বারস্থ দুই পরিচালক কমলকান্ত চন্দ্র ও নমন গয়াল।
কমলকান্ত বোম্বে হাইকোর্ট ও তারপর সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে নমন অভিযোগ দায়ের করেছেন জয়পুর ডিস্ট্রিক্ট কোর্টে। সুপ্রীম কোর্ট, বোম্বে হাইকোর্টকে আদেশ দিয়েছে যে, 8 তারিখের মধ্যে ব্য়াপারটার সমাধান করতে। কারণ 8 তারিখেই মুক্তি 'বালা'-র।
অন্যদিকে জয়পুর ডিস্ট্রিক্ট কোর্ট শমন জারি করেছে ছবির নির্মাতাদের উদ্দেশে। আজ তাদের কোর্টে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়েছে।