মুম্বই : এক পুলিশকর্মীর সামনে দাঁড়িয়ে রয়েছেন বরুণ ধাওয়ান । দু'জনের মুখেই লেগে রয়েছে হাসি । আর সেই পুলিশকর্মীর সঙ্গে করমর্দন করছেন বরুণ । এই ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় । ছবিটি অবশ্য প্রথম পোস্ট করেছিলেন বরুণ নিজেই । আর তার জন্য নেটিজ়েনদের কটাক্ষের মুখেও পড়েন তিনি ।
কোরোনা আতঙ্কের জের । গৃহবন্দী প্রায় সবাই । আর এই পরিস্থিতির মধ্যেই নিজের জীবনের তোয়াক্কা না করে কাজ করে চলেছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা । তাঁদের মধ্যে রয়েছেন পুলিশকর্মীরাও । সোশাল মিডিয়ায় পুলিশকর্মীর সঙ্গে করমর্দনের ওই ছবি শেয়ার করেই সবাইকে ধন্যবাদ জানান বরুণ ধাওয়ান । এদিকে ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই নেটিজ়েনরা কটাক্ষ করেন তাঁকে ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । কিন্তু, সেই নিয়মের তোয়াক্কা না করে কীভাবে বরুণ এই পরিস্থিতির মধ্যে পুলিশকর্মীর সঙ্গে করমর্দন করতে পারেন ? এই প্রশ্নই তুলেছেন নেটিজ়েনরা ।
এক নেটিজ়েন লেখেন, "কোথায় গেল সামাজিক দূরত্ব, মাস্ক ও গ্লাভস । একটা বোকা পুলিশকর্মীর সঙ্গে করমর্দন করে তাঁকে সংক্রমণের দিকে ঠেলে দিচ্ছে ।" তারপর অবশ্য আসল বিষয়টি খোলসা করে পালটা টুইট করেন বরুণ । লেখেন, "বোকা এটা দু'মাস আগে তোলা একটি ছবি ।"
বলিউডের অন্য তারকাদের মতো এখন কোয়ারেন্টাইনে রয়েছেন বরুণও । এই সময় সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করছেন তিনি । সম্প্রতি জুহু বিচের একটি ভিডিয়ো শেয়ার করেন । এই লকডাউনের মধ্যে সেখানে যেতে না পারার দুঃখ ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন তিনি ।