মুম্বই : ভারতে সিনেমা হলগুলো বন্ধ । তাই এখানে এখনও কোনও ছবির থিয়েট্রিকল রিলিজ় হচ্ছে না । সম্প্রতি স্বামী অক্ষয় কুমারের সঙ্গে স্কটল্যান্ড পাড়ি দিয়েছেন টুইঙ্কল খান্না । সেখানেই এক ফাঁকে থিয়েটারে গিয়ে তিনি দেখে নিলেন মায়ের ছবি 'টেনেট' । সঙ্গী স্বয়ং ডিম্পল ।
ছবিতে মায়ের অভিনয় দেখে মুগ্ধ টুইঙ্কল । সোশাল মিডিয়ায় ডিম্পলের তারিফ না করে পারেননি টুইঙ্কল ।