মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'পিএম কেয়ার' নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছেন বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমারও । ওই তহবিলে 25 কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি । অক্ষয়ের পদক্ষেপে খুবই খুশি টুইঙ্কল খান্না । স্বামীর জন্য গর্ববোধ করেন বলেও জানান তিনি ।
শনিবার ওই তহবিল তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সঙ্গে সঙ্গেই ওই বিপুল পরিমাণ অর্থ সাহায্য করবেন বলে ঠিক করে ফেলেন অক্ষয় । টুইট করে তিনি লেখেন, "এমন একটা সময় এসেছে যখন মানুষের জীবনই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । তার জন্য আমাদের যা কিছু সম্ভব সব করতে হবে । আমার সঞ্চয়ের 25 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করছি । আসুন সবাই একসঙ্গে প্রাণ বাঁচাই । জীবন থাকলে জগৎও থাকবে ।"
যদিও স্বামীর কথা শুনে প্রথমে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন টুইঙ্কল । কারণ এই বিপুল পরিমাণ অর্থ সাহায্যের জন্য ভাঙতে হয়েছে তাঁদের সঞ্চিত পুঁজি । যদিও এই সাহায্যের বিষয়ে বদ্ধপরিকর ছিলেন অক্ষয় । তাঁর যুক্তি ছিল, "যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না । এখন আমার ক্ষমতা আছে । এই মুহূর্তে যাঁদের কিছুই নেই তাঁদের পাশে না দাঁড়িয়ে কীভাবে মুখ ফিরিয়ে থাকব ।" অক্ষয়ের এই কথা শোনার পর আর বাধা দেননি টুইঙ্কল । বরং স্বামীর জন্য গর্বিতবোধ করেন বলেও টুইটারে জানান তিনি ।
তবে শুধু টুইঙ্কলই নন । অক্ষয়ের এই পদক্ষেপে খুশি নেটিজ়েনরাও । কেউ লেখেন, "কঠিন পরিস্থিতিতে সব সময় দেশের পাশে থাকেন অক্ষয় কুমার । অনেক সম্মান আপনাকে...আশাকরি খুব তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব ।" আবার কেউ লেখেন, "স্যার আপনি সত্যিকারের খিলাড়ি !! আমি সহ গোটা দেশ আপনাকে স্যালুট জানাচ্ছে..." নেটিজ়েনদের পাশাপাশি অক্ষয়ের এই উদ্যোগে খুশি প্রধানমন্ত্রীও ।