মুম্বই : বরাবর নিজের মতামত নির্দ্বিধায় প্রকাশ করে এসেছেন টুইঙ্কল খান্না । এবারও তার ব্যতিক্রম হল না । JNU কাণ্ডে গলা চড়ালেন তিনি ।
টুইটারে টুইঙ্কল লিখেছেন, "ভারত, যেখানে ছাত্রের থেকেও বেশি নিরাপত্তা দেওয়া হয় গোরুকে, সেই ভারতই আমার মাথা নত করতে রাজি নয় । হিংসার আশ্রয় নিয়ে কিন্তু মানুষের মুখ বন্ধ করা যাবে না । তাহলে আরও বেশি করে প্রতিবাদ হবে ও মানুষ আরও বেশি রাস্তায় নামবে ।"