পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rajesh Khanna: রাজেশ খান্নার নবম মৃত্যুবার্ষিকীতে আবেগী পোস্ট টুইঙ্কলের - টুইঙ্কল খান্না

আজ দেশের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার (Rajesh Khanna) নবম মৃত্যুবার্ষিকী ৷ এই দিনে তাঁকে স্মরণ করলেন তাঁর কন্যা টুইঙ্কল খান্না (Twinkle Khanna) ৷ তিনি বাবার একটি ছবির দৃশ্যের ভিডিয়ো পোস্ট করেছেন ৷

twinkle-khanna-pays-homage-to-father-rajesh-khanna-on-death-anniversary
রাজেশ খান্নার নবম মৃত্যুবার্ষিকীতে আবেগী পোস্ট টুইঙ্কলের

By

Published : Jul 18, 2021, 7:30 PM IST

মুম্বই, 18 জুলাই:সুপারস্টার বাবা রাজেশ খান্নার (Rajesh Khanna) মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন কন্যা তথা অভিনেত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna) ৷ বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখলেন, "অভিনেতাদের মৃত্যু হয় না ৷ তাঁরা বেঁচে থাকেন ভক্তদের হৃদয়ে ৷"

1974 সালে রাজেশ খান্নার সুপারহিট রোম্যান্টিক ড্রামা আপ কি কসমের একটি দৃশ্যের মেকিং-এর ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন টুইঙ্কল খান্না ৷ সেই ফিল্মে সঞ্জীব কুমার ও মুমতাজও ছিলেন ৷ ভিডিয়োটি পোস্ট করে 46 বছরের টুইঙ্কল লিখেছেন, "আমার চোখ তাঁর মতো, আমার ছেলের হাসি তাঁর মতো, আর গোটা বিশ্বের হৃদয়ে তাঁর টুকরোগুলি গেঁথে রয়েছে ৷ তিনি এখনও বেঁচে আছেন ৷"

ভিডিয়োটি চলার সময় ব্যাকগ্রাউন্ডে সাংবাদিকের উদ্দেশে রাজেশ খান্নাকে বলতে শোনা গিয়েছে, "আমার ওই দৃশ্যটি করতে দারুণ লেগেছিল ৷ গাছের পাশে দৌড়নোর থেকে সেটা ভাল ছিল ৷ পাথরের পাশে দৌড়তে হয়েছিল ৷"

দেশের প্রথম সুপারস্টার হিসেবে পরিচিত রাজেশ খান্না ৷ ষাট ও সত্তরের দশকে তাঁর অভিনয় ও গ্ল্যামার ঝড় তুলেছিল লক্ষ লক্ষ নারী-মনে ৷ 1969 সাল থেকে 1972 সালের মধ্যে পরপর 15টি সুপারহিট ফিল্ম বলিউডের সব হিসেব-নিকেশ বদলে দিয়েছিল ৷ আরাধনা, হাতি মেরে সাথি, আনন্দ, অমর প্রেমের মতো নানা কালজয়ী ছবি তিনি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের ৷

1973 সালে তাঁর বিয়ে হয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ৷ তাঁদের দুই কন্যা টুইঙ্কল ও রিঙ্কি ৷ 69 বছর বয়সে নিজের বান্দ্রার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্না ৷ 2013 সালে তাঁকে মরণোত্তর পদ্মভূষণ দেয় কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details