মুম্বই : আগাগোরাই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করে থাকেন টুঙ্কেল খান্না। সম্প্রতি মোদির উত্তরভারত ভ্রমণ নিয়েও টুইট করতে ছাড়েননি অভিনেত্রী।
টুঙ্কেল টুইট করে লেখেন, "শেষ কয়েকদিনে বিভিন্ন ধরনের আধ্য়াত্মিক ছবি দেখে তোমরা লিখে রাখো। আমি এখন 'মেডিটেশন ফোটোগ্রাফি-পোজ়েস অ্যান্ড অ্যাঙ্গেল' নিয়ে একটা ওয়ার্কশপ শুরু করতে চলেছি। আমার মনে হচ্ছে যে ওয়েডিং ফোটোগ্রাফির পর এটাই বড় একটা বিষয় হতে চলেছে।"