মুম্বই : সোফার উপর মেয়ের পাশে শুয়ে বই পড়ছিলেন টুইঙ্কল খান্না । কিন্তু, কখন যে চোখটা লেগে গিয়েছিল তা আর বুঝতে পারেননি । তাই বুকের উপর বই রেখে হাতে পেনসিল নিয়েই ঘুমিয়ে পড়েন তিনি । যদিও মেয়ের চোখে কোনও ঘুম নেই । মা পাশে ঘুমালেও তাকে অবশ্য ডুবে থাকতে দেখা গিয়েছে বইয়ের মধ্যেই । আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করে রাখে টুইঙ্কলের ছেলে ।
সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে টুইঙ্কল । যেখানে বুকের উপর বই রেখে ঘুমাতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর পাশে শুয়ে বই পড়ছে মেয়ে । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমার ছেলে এই ছবি তুলেছে । মেয়ে ও আমি ঠিক করেছিলাম একসঙ্গে পড়াশোনা করব । কিন্তু, আমি হাতে পেনসিল নিয়েই ঘুমিয়ে পড়ি ।"