পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - টুইট টুডে

আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁর সোশাল মিডিয়ার পাতায় ?

Bollywood tweets
Bollywood tweets

By

Published : Feb 19, 2020, 11:44 PM IST

শাহরুখ খান : কন্নড়ের লেজেন্ডারি অভিনেত্রী কিশোরী বল্লালের মৃত্যুতে শোকাহত শাহরুখ । তাঁর 'স্বদেশ' ছবির সহ অভিনেত্রীর কিশোরী আম্মাকে শ্রদ্ধা জানিয়ে শুটিংয়ের স্মৃতিচারণ করেছেন অভিনেতা ।

দীপিকা পাড়ুকোন : '83' ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা । আজ তিনি সামনে আনলেন তাঁর লুক ।

অনিল কাপুর : 'মলঙ্গ' টিমের সঙ্গে কিছু আড্ডার মুহূর্ত শেয়ার করেছেন অনিল । ছবিটি আজই 50 কোটি ক্লাবে প্রবেশ করেছে ।

সোনম কাপুর : 'নীরজা'-ছবির চার বছরে সেই সাহসী এয়ারহোস্টেস নীরজা ভানোটকে মনে করেছেন সোনম । শেয়ার করেছেন কয়েকটা ছবিও । এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন সোনম ।

ভূমি পেদনেকর : ভূমির ছবি 'দুর্গাবতী'-র কাস্টে যোগদান করলেন অভিনেতা আরশাদ ওয়ারসি । তাঁকে টিমে স্বাগত জানালেন ভূমি ।

ABOUT THE AUTHOR

...view details