পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet Today : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - undefined

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ায়...

tweet today
tweet today

By

Published : Feb 12, 2020, 11:28 PM IST

শাহরুখ খান : 10 বছর পূর্ণ করল 'মাই নেম ইজ় খান', করণ জোহর আর কাজলকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন খান শাহরুখ ।

করণ জোহর : করণের প্রযোজনায় আসছে 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । ভিকি কৌশল ও ভূমি পেদনেকর অভিনীত সেই ছবির একটি গান শেয়ার করেছেন করণ ।

রানা দগ্গুবতী : রানার পরবর্তী ছবি পরিবেশ রক্ষা বিষয়ে । 'হাতি মেরে সাথি' নামের সেই ছবির টিজ়ার শেয়ার করেছেন রানা ।

তাপসী পান্নু : হরিদ্বারের একটি গার্লস হোস্টেল ভিজ়িট করেছেন তাপসী পান্নু । সেখানে ফ্যানেদের থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে মুগ্ধ অভিনেত্রী । মুহূর্তটা শেয়ার করেছেন তিনি ।

হৃতিক রোশন : ইরফান খানের পরবর্তী ছবি 'আংরেজ়ি মিডিয়াম' । শারীরিক অসুস্থতার কারণে ছবির প্রোমোশনে থাকতে পারছেন না ইরফান, তাই একটা অনুভূতিপ্রবণ বার্তা শেয়ার করেছেন তিনি । ফ্যানেরা যেন তাঁর জন্য অপেক্ষা করে থাকেন, অনুরোধ করেছেন ইরফান । ইরফানের এই মেসেজ শুনে আবেগপ্রবণ হৃতিক । তিনি অপেক্ষা করবেন ইরফানের জন্য, জানিয়েছেন পোস্টে...

For All Latest Updates

TAGGED:

tweet today

ABOUT THE AUTHOR

...view details