পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet Today : বলিউডে কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - টুইট টুডে

প্রতিদিনের মতো আজও একবার দেখে নেওয়া যাক কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁদের সোশাল মিডিয়ার পাতায়..

Bollywood celebrities tweet
Bollywood celebrities tweet

By

Published : Feb 11, 2020, 11:16 PM IST

লতা মঙ্গেশকর : লতা তাঁর আধ্যাত্মিক গুরু পন্ডিত জম্মু মহারাজ ও পন্ডিত কবি নরেন্দ্র শর্মাজীর প্রয়াণদিবসে তাঁদের স্মৃতিচারণা করেছেন । জানিয়েছেন কোটি কোটি প্রণাম ।

অমিতাভ বচ্চন : লতা ও আশার থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন । সাদা-কালো সেই ছবিতে দেখে চেনার উপায় নেই এই দুই বিখ্যাত গায়িকাকে ।

টাইগার শ্রফ : নিজের পরবর্তী ছবি 'বাগি 3'-এর একটি গানের টিজ়ার শেয়ার করেছেন টাইগার ।

অনিল কাপুর : অনিল কাপুরের ছবি 'পুকার' পূর্ণ করল 20 বছর । ছবিতে অনিলের কো-অ্যাক্টর মাধুরী দিক্ষীতের সঙ্গে সেই অনুভূতি শেয়ার করেছেন অভিনেতা ।

পূজা হেগড়ে : সলমন খানের পরবর্তী ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'-তে অভিনয় করছেন পূজা হেগরে । এই দারুণ খবরটা ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন পূজা ।

ABOUT THE AUTHOR

...view details