পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টুইট Today : কোন সেলেব্রিটি কী পোস্ট করলেন সোশাল মিডিয়ায়? - বলিউড

সোশাল মিডিয়া একটা জানলা। সেই জানলা দিয়ে বেরিয়ে আসে মানুষের মনের কথা, ভাবনা ও হাজারও ইচ্ছে। টুইট Today-তে আমরা দেখে নেব সেরকমই কয়েকটা ভাবনাকে।

বলিউড

By

Published : Aug 13, 2019, 11:48 PM IST

অমিতাভ বচ্চন : 'কৌন বানেগা ক্রোড়পতি'-র ১৯ বছর। আর শোয়ের সঞ্চালক সেই চিরসবুজ অমিতাভ। KBC-র প্রেস মিট ও তার উপচে পড়া ভিড়ের ছবি শেয়ার করলেন অমিতাভ।

অক্ষয় কুমার : অক্ষয় কুমার নিজের আসন্ন ছবি 'মিশন মঙ্গল'-এর নতুন গানের ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

জন আব্রাহাম : জনের আসন্ন ছবি 'বাটলা হাউজ়'-কে নিয়ে দিল্লি হাইকোর্টে কেস চলছিল। কিছু দৃশ্যে পরিবর্তন আনার পর যথাসময়েই মুক্তি পাচ্ছে ছবিটি। দিল্লি হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে প্রোডাকশন হাউজ় থেকে একটি প্রেস রিলিজ় প্রকাশ্যে আনলেন জন।

বিদ্যা বালান : বিদ্যার ছবি 'মিশন মঙ্গল' মুক্তি পাচ্ছে কানাডাতেও। এই খবর প্রকাশ্যে এনে বিদ্যা বালান ছবির একটা পোস্টার শেয়ার করেছেন টুইটারে...

অনিল কাপুর : অনিল কাপুর আজ নস্টালজিক। 'তাল' ছবির ২০ বছরে সেই ছবির একটি গান 'রমতা যোগী' শেয়ার করে অনিল লিখেছেন, "এই গান আজও আমায় তাল-এর চিরস্মরণীয় মিউজ়িক ও এক্সট্রাভ্যাকেন্সকে মনে করায়।"

ABOUT THE AUTHOR

...view details