শাবানা আজ়মি : তিলক পরে সোশাল মিডিয়ায় ছবি দিয়ে কট্টরপন্থী মুসলমানদের রোষের মুখে শাহরুখ খান। এই ঘটনার তীব্র নিন্দা করে পালটা টুইট করেছেন শাবানা আজ়মি।
ধর্মেন্দ্র : দুঃখের মধ্যেও কী করে আনন্দে থাকা যায়, তা ধর্মেন্দ্রর থেকে শেখা উচিত...হ্যাঁ, নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করে এমনটাই লিখেছেন ধর্মেন্দ্র।
রিচা চড্ডা : জন্মদিন হোক বা বিয়েবাড়ি, দিওয়ালি হোক বা নিউ ইয়ার..কোনও সময়তেই বাজি ফাটানো উচিত নয়। এমন বার্তা দিলেন রিচা চড্ডা।
অনুপম খের : অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের ফ্যান মোমেন্ট শেয়ার করলেন অনুপম খের। বিগ-বির বাড়ির দিওয়ালি পার্টিতে উপস্থিত থাকতে পেরে খুবই খুশি অনুপম।
ঋষি কাপুর : দিওয়ালি স্পেশাল অফার। প্রথম বিয়ার কিনুন দ্বিগুণ দামে আর পরের বিয়ার পান একেবারে বিনামূল্যে.....হ্যাঁ এরকমই একটা মজার ছবি শেয়ার করেছেন ঋষি কাপুর।