পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - bollywood tweets today

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন সোশাল মিডিয়ার পাতায়?

gf
g

By

Published : Dec 20, 2019, 11:25 PM IST

অনুপম খের : CAA বিরোধী বিক্ষোভ নিয়ে টুইট করেছেন অনুপম খের । পড়ুয়াদের উদ্দেশে তিনি লেখেন, "প্রতিবাদ করা তোমাদের অধিকার । কিন্তু, দেশকে রক্ষা করা তোমাদের ডিউটি ।"

ইমরান হাসমি : স্লোভাকিয়ায় 'চ্যাহেরে'-র শুটিং শেষ হয়েছে । গোটা টিমকে অনেক ধন্যবাদ যে তারা মাইনাস 12 ডিগ্রির মধ্যে শুটিং করেছেন । গায়ে নয়টা পোশাক পরে শুটিংয়ে যেতাম আমি ।

সলমান খান : মুক্তি পেয়েছে 'দাবাং ৩'। ওই ছবির একটি গান টুইটারে শেয়ার করেন সলমান ।

দীপিকা পাডুকোন : 'ছপাক' ছবির 'নোক ঝোক' গানটি ফের টুইটারে শেয়ার করেছেন দীপিকা ।

দেব : 'সাঁঝবাতি' ছবিটি দর্শকদের দেখার জন্য অনুরোধ করে টুইট করেন দেব ।

ABOUT THE AUTHOR

...view details