অনুপম খের : CAA বিরোধী বিক্ষোভ নিয়ে টুইট করেছেন অনুপম খের । পড়ুয়াদের উদ্দেশে তিনি লেখেন, "প্রতিবাদ করা তোমাদের অধিকার । কিন্তু, দেশকে রক্ষা করা তোমাদের ডিউটি ।"
ইমরান হাসমি : স্লোভাকিয়ায় 'চ্যাহেরে'-র শুটিং শেষ হয়েছে । গোটা টিমকে অনেক ধন্যবাদ যে তারা মাইনাস 12 ডিগ্রির মধ্যে শুটিং করেছেন । গায়ে নয়টা পোশাক পরে শুটিংয়ে যেতাম আমি ।