রঙ্গোলি চান্দেল : "মায়ের চরিত্রে অভিনয় করতে বলে কঙ্গনাকে অপমান করা হয়েছে । 'মনিকর্ণিকা' ছবিতেও সাফল্যের সঙ্গে মায়ের চরিত্রে অভিনয় করেছিল । ফের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে । মেনস্ট্রিমের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী নিজের উজ্জ্বল ক্যারিয়ারে মায়ের চরিত্রে অভিনয় করে গর্বিত ।"
সলমান খান : 'দাবাং ৩'-এর প্রমোশনাল ভিডিয়ো শেয়ার করেছেন সলমান ।