পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - Tweet Today

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন বলিউড সেলেব্রিটি কী শেয়ার করলেন সোশাল মিডিয়ার পাতায়?

f
f

By

Published : Dec 19, 2019, 11:44 PM IST

রঙ্গোলি চান্দেল : "মায়ের চরিত্রে অভিনয় করতে বলে কঙ্গনাকে অপমান করা হয়েছে । 'মনিকর্ণিকা' ছবিতেও সাফল্যের সঙ্গে মায়ের চরিত্রে অভিনয় করেছিল । ফের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে । মেনস্ট্রিমের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী নিজের উজ্জ্বল ক্যারিয়ারে মায়ের চরিত্রে অভিনয় করে গর্বিত ।"

সলমান খান : 'দাবাং ৩'-এর প্রমোশনাল ভিডিয়ো শেয়ার করেছেন সলমান ।

অক্ষয় কুমার : সুট পরে 'গুড নিউজ়' ছবির প্রমোশনে গিয়েছিলেন ছবির কলাকুশলীরা । সেই ছবি টুইটারে শেয়ার করেন অক্ষয় ।

দেব : আগামীকাল মুক্তি পাচ্ছে 'সাঁঝবাতি' । সেকথা জানিয়ে টুইট দেবের ।

প্রসেনজিৎ চ্যাটার্জি : জন্মদিনে টুইট করে হিরণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details